(খ) প্রেক্ষাপট: ১৯১৪ সালের ২৮ জুন বসনিয়ার রাজধানী সারায়োভো শহরে অস্ট্রিয়ার যুবরাজ ফার্ডিনান্ড এক সার্বীয়বাসীর গুলিতে নিহত হন। অস্ট্রিয়া এই হত্যাকান্ডের জন্য সার্বিয়াকে দায়ী করে সার্বিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। এ যুদ্ধে দুই দেশের বন্ধু রাষ্ট্রগুলো ধীরে ধীরে জড়িয়ে পড়ে।
(গ) বিবদমান পক্ষ
মিত্র শক্তি (Allied Powers)
কেন্দ্রীয় শক্তি (Central Powers)
সার্বিয়া, রাশিয়া, ব্রিটেন, ফ্রান্স, জাপান, ইতালি এবং যুক্তরাষ্ট্র।
অস্ট্রিয়া, জার্মানি, হাঙ্গেরি এবং বুলগেরিয়া।
(ঘ) নেতৃবৃন্দ
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী: হেনরি আসকুইথ, ডেভিড লয়েড জর্জ
মার্কিন প্রেসিডেন্ট: উড্রো উইলসন
জার্মান সম্রাট: দ্বিতীয় উইলিয়াম
(ঙ) ফলাফল
- মিত্রশক্তির বিজয়।
- ভার্সাই চুক্ত (Treaty of Versailles) : ২৮ জুন, ১৯১৯ ফ্রান্সের ভার্সাইয়ে জার্মানি এবং মিত্রশক্তির মধ্যে ‘ভার্সাই চুক্তি’ স্বাক্ষরিত হয়।