বর্তমান সদস্য দেশ ২৮ টি যথা- অস্ট্রিয়া, বেলজিয়াম, বুলগেরিয়া, ক্রোয়েশিয়া, সাইপ্রাস, চেক প্রজাতন্ত্র, ডেনমার্ক, এস্তোনিয়া, ফিনল্যান্ড, ই, জার্মানি, খ্রিস, হাঙ্গেরি, আয়ারল্যান্ড, ইতালি লাটভিয়া, লিথুয়ানিয়া, লুক্সেমবার্গ, মাল্টা, নেদারল্যন্ড, পোল্যান্ড, পতুগাল, রোমানিয়া, ভোকিয়া তাভেনিয়া, স্পেন, সুইতেন এবং যুক্তরাজ্য।
ব্রেক্সিট (Brexit) হলো British Exit এর সংক্ষি রূপ। ইউরোপীয় ইউনিয়ন থেকে হিরে বের হয়ে যাওয়ার সম্ভবনা তথা Exit বুঝাতে "Brexit" শব্দটি ব্যবহার করা হয়। ব্রেক্সিট প্রশ্নে ইইউ এর সমঝোতায় ২৩ জুন যুক্তরাজ্যে গণভোট অনুষ্ঠিত হয় রায় অনুযায়ী ইইউ ছাড়ার পক্ষে ভোট পড়েছে ৫১.৯% আর ইইউতে থাকার পক্ষে ভোট পড়েছে ৪৮.১%। গণভোটের এ রায়ের পর ডেভিড ক্যামেরন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন। ইউরোপীয় ইউনিয়ন গঠনের পর যুক্তরাজ্যই প্রথম দেশ হিসেবে ২৮ জাতির এই জেটি ছেড়ে বের হয়ে যাচ্ছে।