কাউন্সিল অব স্টেটস (রজসভা) ২৪৫ জন সদস্য (২৩৩ জন নির্বাচিত + ১২ জন মনোনীত)
হাউজ অব সি পিল (লোকসভা) ৫৪৫ জন সদস্য (৫৪৩ জন নির্বচিত + ২ জন মনোনীত)
ভুটান
পার্লামেন্ট
ন্যাশনাল কাউন্সিল (Gyelyong Tshogde)
ন্যাশনাল অ্যাসেম্বলি (Gyelyong Tshogdu)
পাকিস্তান
পার্লামেন্ট (মজলিস-ই-শূরা)
সিনেট
ন্যাশনাল অ্যাসেম্বলি
আফগানিস্তান
ন্যাশনাল অ্যাসেম্বলি
হাইজ অব এলডারস (মেশরানো জিরগা)
হাইজ অব দি পিপপল (ওলেসি জিরগা)
রাশিয়া
ফেডারেল অ্যাসেম্বলি
ফেডারেশন কাউন্সিল
স্টেট ডুমা
পোল্যান্ড
ন্যাশনাল অ্যাসেম্বলি
সিনেট
সিম
জার্মানি
ফেডারেল কাউন্সিল (বুনডেসট)
ফেডারেশন ডায়েট (বুনডেসটাগ)
ইতালি
পার্লামেন্ট
সিনেট অব দ্য রিপাবলিক
চেম্বার অব ডিপুটিস
ফ্রান্স
পার্লামেন্ট
সিনেট
ন্যাশনাল এ্যাসেম্বলি
ব্রিটেন
পার্লামেন্ট
হাউস অব লর্ডস ৭৯৩ জন সদস্য
হাউস অব কমন্স ৬৫০ জন সদস্য
দক্ষিণ আফ্রিকা
পার্লামেন্ট
ন্যাশনাল কাউন্সিল অব প্রভিন্স
ন্যাশনাল অ্যাসেম্বলি
যুক্তরাষ্ট্র
কংগ্রেস
সিনেট ৫০টি রাজ্য ⤫ ২ জন = ১০০ জন সদস্য।
হাউজ অব রিপ্রেজেন্টেটিভস ৪৩৫ সদস্য সদস্য
কানাডা
পার্লামেন্ট
সিনেট
হাউজ অব কমন্স
• মিয়ানমারের আইনসভার আসনের ২৫ শতাংশ অনির্বাচিত সামরিক বাহিনীর সদস্যদের জন্য সংরক্ষিত।
• ভারতের সরকার গঠনের জন্য লোকসভার ৫৪৫ জন সদস্যদের মধ্যে ২৭২ জন সদস্যের সমর্থন প্রয়োজন হয়। ১৯৫১-৫২ সালে ভারতের প্রথম লোকসভার নির্বাচন অনুষ্ঠিত হয়। ভারতের পশ্চিমবঙ্গের আইন সভার নাম বিধানসভা।
• মুসলিম বিশ্বের প্রথম মহিলা স্পীকার হিসেবে ফাহমিদা মির্জা ন্যাশনাল অ্যাসেম্বলির অষ্টাদশ স্পীকারের (২০০৮-২০১৩ খ্রি.) দায়িত্ব পালন করেন।
• আফগানিস্তানের প্রবীণ নেতাদের সংগঠনের নাম লয়া জিরগা (Loys Girga)।
• যুক্তরাজ্যের সরকার গঠনের জন্য পার্লামেন্টের ৬৫০ জন সদস্যের মধ্যে ৩২৬ জন সদস্যের সমর্থন প্রয়োজন হয়। পার্লামেন্টের সাধারণ নির্বাচন সাধারণত পাঁচ বছর অন্তর মে মাসের প্রথম বৃহস্পতিবারে অনুষ্ঠিত হয়।
• ডিস্ট্রিক অব কলম্বিয়া থেকে যুক্তরাষ্ট্রের আইনসভার উচ্চকক্ষে কোনো প্রতিনিধি থাকে না। প্রথম মুসলিম মার্কিন কংগ্রেসম্যান হলেন কিথ এলিসন।