অ্যামাইল অ্যাসিটেট
ইথাইল অ্যালকোহল
মিথাইল ইথানয়েট
ইথার
এস্টার
ইথার
অ্যালকোহল
গ্লুগোজ
পটাশিয়াম
সোডিয়াম
ক্যালসিয়াম
পটাশিয়াম + সোডিয়াম
প্রশ্নঃ সাবান কোন উচ্চতর ফ্যাটি এসিডের লবণ?
বর্ণনাঃ
সাবান হচ্ছে ফ্যাটি এসিডের লবণ।সাবান মুলত কোন কিছু ধোয়া, গোসল করা এবং পরিষ্কার করার কাজে ব্যবহার করা হয়। এছাড়াও সাবান টেক্সটাইল শিল্পে পিচ্ছিলকারক (লুব্রিকেন্ট) হিসেবে ব্যবহার করা হয়ে থাকে। যেসব সাবান পরিষ্কারক হিসেবে ব্যবহার করা হয়, সেগুলো মূলত উদ্ভিজ্জ অথবা প্রাণীজ তেল এর গাঢ় ক্ষারীয় দ্রবণ থেকে নিষ্কাশন করা হয় (তেল বা চর্বিতে তিন মোল ফ্যাটি এসিড এক মোল গ্লিসারল এর সাথে সংযুক্ত থাকে)।এই ক্ষারীয় দ্রবণকে কখনও কখনও লেই সাবান (lye soap) বলা হয়ে থাকে, যেটি সাবানায়ন প্রক্রিয়ায় তৈরি করা হয়।
ধ্বনি
বর্ণ
পদ
উপসর্গ
প্রশ্নঃ শব্দের ক্ষুদ্রতম অংশ কোনটি?
বর্ণনাঃ
শব্দের ক্ষুদ্রতম অংশ বর্ণ।এক বা একাধিক বর্ণ পাশাপাশি বসে মনের ভাব সম্পূর্ণ রূপে প্রকাশ করলে তাকে শব্দ বলে।বর্ণগুলো পাশাপাশি বসে মনের ভাব প্রকাশ না করলে অর্থবোধক মনের ভাব প্রকাশ না করলে শব্দ হবে না,তাই শব্দের মূল বা ক্ষুদতম একক বর্ণ।
গতি
বিশেষ
সাধারণ
বিবিধ
করণে ৭মী
কর্মে ৭মী
অধিকরণে ৭মী
অপাদানে ৭মী
প্রশ্নঃ 'ঘরেতে ভ্রমর এল গুণগুণিয়ে' -- ঘরেতে কোন কারকে কোন বিভক্তি ?
বর্ণনাঃ
যে সমাস দ্বারা কোন স্থান বা জায়গা বুঝায় তাকে অধিকরণ কারক বলে।
ঘরেতে ভ্রমর এলো গুণগুণিয়ে - এখানে,ঘরে বলতে কোন স্থান বুঝিয়েছে,তাই এটি অধিকরণ কারক আর তে হচ্ছে সপ্তমী বিভক্তি।তাই সঠিক উত্তর- অধিকরণে ৭মী।
দ্বিগু সমাস
বহুব্রীহি সমাস
তৎপুরুষ সমাস
কর্মধারয় সমাস
ললাট
গাল
চিবুক
গলা
সমচার দর্পণ
বেঙ্গল গেজেট
বঙ্গদর্শন
দিগদর্শন
প্রশ্নঃ বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সাময়িকপত্র কোনটি ?
বর্ণনাঃ
বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সাময়িক পত্র- দিক দর্শন।দিকদর্শন বঙ্গভূমি থেকে প্রকাশিত প্রথম সাময়িকী ছিল।এটি একটি মাসিক পত্রিকা ছিল।এর মালিক ছিলেন জন ক্লার্ক মার্শম্যান।এটি প্রতিষ্ঠিত হয় ১৮১৮ সালে।এর সদর দপ্তর ছিল শ্রীরামপুর, পশ্চিম বঙ্গ, ভারত।
যে রক্ষক সেই ভক্ষক
তিনি দরিদ্র কিন্তু চরিত্রহীন নন
তার বয়স হয়েছে কিন্তু বুদ্ধি হয়নি
ধনের ধর্মই অসাম্য
হেক্টর বধ
ইডিপাস
মুখরা রমণী বশীকরণ
ভ্রান্তিবিলাস
প্রশ্নঃ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোন গ্রন্থটি বাংলায় অনুবাদ করেন?
বর্ণনাঃ
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ভ্রান্তিবিলাস গ্রন্থটি অনুবাদ করেন। ভ্রান্তিবিলাস রচিত হয় ১৮৬৯ সালে।ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রথম রচনা বেতাল পঞ্চবিংশতির ২২ বছর পর রচিত হয়।তিনি শুধু সাহিত্যের জন্য সাহিত্য রচনা করেন নি,তার প্রায় সমস্ত রচনাই শিক্ষা এবং সমাজ রুপান্তরের লক্ষে রচিত।তার ভ্রান্তিবিলাস বিশ্বখ্যাত নাট্যকার শেক্সপিয়রের " কমেডি অফ ইররস "অবলম্বনে রচিত।
আলয়
বিপণী
আবাস
নিকেতন
দৃশ+ অনীয়
দৃশ্য + অনীয়
দৃশ্য + নীয়
দৃশ্য +নীয়
পর্তুগীজ
ওলন্দাজ
জাপানি
ফরাসি
প্রশ্নঃ রিকশা শব্দটি কোন ভাষা থেকে এসেছে?
বর্ণনাঃ
বাংলা ভাষায় এমন অনেক শব্দ আছে,যেগুলো অন্য ভাষা থেকে আগত।এগুলা বিভিন্ন সময়ে বাংলা ভাষায় প্রবেশ করেছে এবং ব্যবহার হয়ে আসছে।এর মধ্যে জাপানি শব্দ ও আছে।যেমন:ক্যারাটে, রিক্সা,হারিকিরি ইত্যাদি।তাই সঠিক উত্তর : জাপানি শব্দ।
গণিত খুব কঠিন
আকণ্ঠ পর্যন্ত ভোজন করলাম
এ সৌন্দর্য ছেড়ে কোথাও নড়িতে ইচ্ছা হয় না
নৌকা স্রোতে ভাসিয়া চলিয়াছিল
ড. জিভাগো
মা
ফাউস্ট
আনা কারেনিনা
সান্তনা
সান্ত্বনা
সানতনা
স্বান্তনা
পৃথিবী চিরস্থায়ী নয়
ওকে চেনাই যায় না
কথাটা না মেনে উপায় নেই
জায়গাটা নির্জন
আদিত্য
দিবাকর
তপন
সুধাকর
বিদেশ
সুখ্যাতি
অনাবৃষ্টি
হরেক
সংসপ্তক
সংশপ্তক
শংসপ্তক
শংশপ্তক
আত্মাজা ও একটি করবী গাছ
দক্ষিণায়নের দিন
যদ্যপি আমার গুরু
রেখাচিত্র
প্রশ্নঃ আহমদ ছফা কোন গ্রন্থটি লিখেছেন?
বর্ণনাঃ
"যদ্যপি আমার গুরু" বাংলাদেশের অগ্রণী চিন্তাবিদ ও কথাসাহিত্যিক আহমদ ছফা বিরচিত একটি স্মৃতিচারণমূলক গ্রন্থ। দীর্ঘ স্মৃতিচারণামূলক রচনাটি ১৯৯৮ খ্রিষ্টাব্দে বই আকারে প্রকাশের আগে দৈনিক বাংলাবাজার পত্রিকার সাহিত্য পাতায় প্রায় চার মাস ধারাবাহিকভাবে প্রকাশিত হয়েছিলো। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিংবদন্তি জাতীয় অধ্যাপক আবদুর রাজ্জাকের সাথে লেখকের বিভিন্ন বিষয়ে কথোপকথনসমূহের বিবরণ পাওয়া যায় এই গ্রন্থে। ছফা অধ্যাপক আবদুর রাজ্জাকের মনীষা এবং চারিত্র্য প্রাঞ্জল ভাষায় ও সুচারু শৈলীতে চিত্রায়িত করেছেন। রাজ্জাকের মুখনিঃসৃত সংলাপ যতদূর সম্ভব তিনি যে ধরনের ঢাকাইয়া বুলিতে কথা বলতেন সে বুলিতেই তুলে ধরেছেন ছফা। গ্রন্থটিকে ছফার গুরুদক্ষিণা বলা হয়।
পাকিস্তান থেকে
যুক্তরাষ্ট্র থেকে
জাপান থেকে
চীন থেকে
বান্দরবান
খাগড়াছড়ি
রাঙ্গামাটি
ময়মনসিংহ
ইংরেজ
পর্তুগীজ
ফরাসি
দিনেমার
দুঃখিত । আপনি লগ ইন করেন নি। কোন প্রশ্ন কে পরিবর্তন করার জন্য প্রথমে আপনাকে লগ ইন করতে হবে।
বিষয়ভিত্তিক সমাধান
প্রতিষ্ঠানভিত্তিক সমাধান
গুরুত্বপূর্ণ লিংক
আমাদের সিস্টেম ডেভেলপারগণ এই অপশন নিয়ে কাজ করছে । আগামী ৩১ মে অপশনটি শুভ উদ্বোধন করা হবে।
আর মাত্র
বাকি
আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ