বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একটি জনবহুল দেশ এবং পরিবেশগতভাবে দুর্যোগপ্রবণ এলাকা । এদেশের প্রায় ৮০% অঞ্চল বন্যাপ্রবণ । প্রতিবছর ১-৩ টি ধ্বংসাত্মক প্রাকৃতিক দুর্যোগ উপকূলে আঘাত হানে যা দেশের মোট আয়তনের ৩০% । এই উপকূলীয় অঞ্চলে প্রায় ৩৫ মিলিয়ন লোক বাস করে। ২০৫০ সালে এই অঞ্চলের মোট জনসংখ্যা হবে ৪০-৫০ মিলিয়ন । Bangladesh Center for Advanced Studies তাদের একটি সমীক্ষায় দেখিয়েছে, সমুদ্র পৃষ্ঠের ১ মিটার উচ্চতার জন্য ১৭.৫% এলাকা প্লাবিত হবে এবং ১১% জনসংখ্যা অভিবাসিত হবে। শুধু বাংলাদেশ হতে নয়, পার্শ্ববর্তী দেশ মায়ানমার হতে ও বিপুল সংখ্যক জনগণ আবহাওয়া ও জলবায়ুর নেতিবাচক প্রভাবে আক্রান্ত হচ্ছে। আবহাওয়া ও জলবায়ুর প্রভাবে দুই ধরনের অভিবাসন হয়ে থাকে। যথা: ক. দেশের অভ্যন্তরে খ. দেশের বাহিরে । এক পরিসংখ্যানে দেখা গেছে আবহাওয়া ও জলবায়ুর নেতিবাচক প্রভাবের ফলে গত ৪০ বছরে ১২-১৭ মিলিয়ন জনগণ ভারতে অভিবাসিত হয়।