স্বকীয়
স্বীয়
স্বাপার্জিত
স্বনির্মিত
চ,ব,হ
ল,স,হ
র,শ,জ
ফ,ড়,চ
প্রশ্নঃ নিচের যে গুচ্ছে একটিও ঘর্ষণজাত ধ্বনি নেই -
বর্ণনাঃ
যে ধ্বনি উচ্চারণের সময় মুখবিবরের কোথা ও বাঁধা না পেয়ে কেবল ঘর্ষণপ্রাপ্ত হয় এবং শিশধ্বনির সৃষ্টি করে, তাকে উষ্মধ্বনি বা ঘর্ষণজাত ধ্বনি বলে। শিশধ্বনি/ ঘর্ষণজাত ধ্বনি ৪ টি । যথা: শ, ষ, স (অঘোষ অল্পপ্রাণ) ; হ ( ঘোষ মহাপ্রাণ)।
ঘ অপশনে এর কোনটিই নেই।
দয়া করে এমন মনগড়া বিচার করা থেকে বিরত থাকুন।
দয়া করে কোনো যুক্তিহীন সিদ্ধান্ত গ্রহণ করবেন না ।
অনুগ্রহপূর্বক অবিচার যেন না হয় সেই বিষয়ে সতর্ক থাকুন।
অনুগ্রহপূর্বক বিচারহীনতার রীতি থেকে বেরিয়ে আসুন ।
পুনশ্চ
তীর্থযাত্রী
বাশী
জীবনদেবতা
প্রশ্নঃ T.S. Eliot এর 'The Journey of the Magi' কবিতার রবীন্দ্রনাথ ঠাকুরকৃত অনূদিত রুপ হলো -
বর্ণনাঃ রবীন্দ্রনাথ ঠাকুর 'পুনশ্চ' (১৯৩২) কাব্যগ্রন্থের অন্যতম কবিতা ' তীর্থযাত্রী' , টি. এস এলিয়ট এর ' The Journey of the Magi' কবিতার অনূদিত রুপ। এছাড়া ও তিনি 'পুনশ্চ' কাব্যের 'বাঁশী' কবিতাটির ভাবও টি.এস এলিয়টের 'The Love Song of J. Alfred Prufrock ' থেকে গ্রহণ করেছেন।
বিশেষ্য
বিশেষণ
ক্রিয়াবিশেষণ
ক্রিয়া
মণিমোঞজুশা
মণিমোনজুসা
মোণিমোনজুষা
মোনিমোন্জুশা
ব্যক্তির মুক্তি
সামাজিক মিথস্ক্রিয়া
অন্ত্যেবাসী মানুষ
শ্রেণিদ্বন্দ্ব
প্রশ্নঃ 'মঙ্গলকাব্য' -এ ধর্মীয় আরাধনা মূখ্য হলে ও এর অন্যতম সাধারণ বৈশিষ্ট্য হলো -
বর্ণনাঃ
মঙ্গলকাব্য : ➺ বংলা সাহিত্যের মধ্যযুগে বিশেষ এক শ্রেণির ধর্ম বিষয়ক অখ্যান কাব্য হলো – মঙ্গলকাব্য। ➺ প্রকৃতপক্ষে মঙ্গলকাব্যকে দুটি শ্রেণিতে ভাগ করা যায় – পৌরণিক ও লৌকিক। ➺ মঙ্গলকাব্যের উপজীব্য বিষয় – দেবদেবীর গুণগান/স্তুতি। ➺ মধ্যযুগের অন্যতম সাহিত্য – মঙ্গলকাব্য। ➺ আদি মঙ্গলকাব্য হিসেবে পরিচিত – মনসামঙ্গল। ➺ একটি সম্পূর্ণ মঙ্গলকাব্যে সাধারণত – ৫ টি অংশ থাকে। ➺ মঙ্গল কাব্যের প্রধান ধারা – মনসামঙ্গল, চণ্ডীমঙ্গল, অন্নদামঙ্গল, ধর্মমঙ্গল।
কাব্যগ্রন্থ
গল্পগ্রন্থ
প্রবন্ধগ্রন্থ
উপন্যাসগ্রন্থ
প্রশ্নঃ 'সমুদ্রের স্বাদ' মানিক বন্দ্যোপাধ্যায় রচিত একটি -
বর্ণনাঃ
মানিক বন্দ্যোপ্যাধায়ের বিখ্যাত গল্পগ্রন্থ ' সমুদ্রের স্বাদ' (১৯৪৩) । এতে মোট ১৩ টি গল্প আছে । যথা : সমুদ্রের স্বাদ, ভিক্ষুক , পূজা কমিটি , আফিম গুণ্ডা, কাজল, আততায়ী , বিবেক , ট্রাজেডির পর, মালি, সাধু, একটি খোয়া, মানুষ হাসে কেন।
তার বিখ্যাত উপন্যাস পদ্মানদীর মাঝি।
পাঁশুটে : পাণ্ডুর
অয়: লোহা
পদ্ম : পঙ্কজ
অনিকেত : অপবিত্র
বহিপীর : সুড়ঙ্গ
চৌরসন্ধি : ক্রান্তিকাল
চিঠি : দণ্ডকারণ্য
বিসর্জন : সথের রাশি
প্রশ্নঃ নিচের যে উত্তরটি বেমানান -
বর্ণনাঃ 'বহিপীর , 'সুড়ঙ্গ' নাটকের রচয়িতা সৈয়দ ওয়ালীউল্লাহ ' 'চিঠি' , 'দণ্ডকারণ্য' নাটকের রচয়িতা মুনীর চৌধুরী; 'বিসর্জন' 'রথের রশি' নাটকের রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর। ' 'চৌরসন্ধি' উপন্যাসের লেখক শওকত ওসমান , কিন্তু 'ক্রান্তিকাল' নামে আবদুল হক এর একটি প্রবন্ধগ্রন্থ রয়েছে।
ঊর্ণনাভ
পকেটমার
রাজপথ
বিলাতফেরত
প্রশ্নঃ তৎপুরুষ সমাসের উদাহরণ নয়
বর্ণনাঃ "ঊর্ণনাভ" = ঊর্ণ নাভিতে যার (বহুব্রীহি সমাস)= মাকড়সা, ঊর্ণ শব্দ দ্বারা সুতা বা উল বোঝানো হয়েছে। মাকড়সা তার শরীরের তলদেশ থেকে জাল উৎপন্ন করে।
পকেট মারে যে = পকেটমার (তৎপুরুষ সমাস) পথের রাজা = রাজপথ (তৎপুরুষ সমাস) বিলাত থেকে ফেরত = বিলাতফেরত (তৎপুরুষ সমাস)।
কর্মে প্রথমা
অধিকরণে পঞ্চমী
অপাদানে শূন্য
সম্প্রদানে সপ্তমী
প্রশ্নঃ 'মনে পড়ে সেই জ্যৈষ্ঠদুপুরের পাঠশালা পালায়ন' স্ফীত - হরফের পদটির কারক ও বিভক্তি হলো -
বর্ণনাঃ
যা থেকে কিছু বিচ্যুত , গৃহীত, জাত, বিরত , আরম্ভ, দূরীভূত , উৎপন্ন ও রক্ষিত হয় এবং যা দেখে কেউ ভীত হয়, তাকেই অপাদান কারক বলে। যেমন - মনে পড়ে সেই জ্যৈষ্ঠদুপুরের পাঠশালা পলায়ন। প্রদত্ত বাক্যের 'পাঠশালা' শব্দটির সাথে শুন্য বিভক্তি যুক্ত হয়েছে।
এখানে পাঠশালা থেকে পলায়ন বুঝিয়েছে।
লাঙ্গল
ধূমকেতু
নবযুগ
বিজলী
প্রশ্নঃ কাজী নজরুজল ইসলাম সম্পাদিত পত্রিকা নয় যেটি -
বর্ণনাঃ কাজী নজরুল ইসলাম 'দৈনিক নবযুগ' (১২ জুলাই, ১৯২০ এবং অক্টোবর ১৯৪০), 'ধূমকেতু' -১৯২২ (অর্থ সাপ্তাহিক), 'লাঙ্গল' (১৯২৫) পত্রিকা সম্পাদনা করতেন। 'বিজলী' (১৯২০) , পত্রিকার সম্পাদক হলেন নলিনীকান্ত সরকার ও প্রবোধকুমার সান্যাল।
সরল
জটিল
যৌগিক
মিশ্র
স্বত্ত্ব, কনকাঞ্জলী
ঝঞ্ঝা, অবাঞ্ছিত
পিপীলিকা, ধস্ত
উপর্যুক্ত, ঊর্ধ্ব
রবীন্দ্রনাথ ঠাকুর
সুধীন্দ্রনাথ দত্ত
বুদ্ধদেব বসু
বিষ্ণু দে
to
at
in
by
প্রশ্নঃ Foyot's is a restaurant ..... where the French Senators eat .
বর্ণনাঃ Preposition এর নিয়মানুসারে বড় স্থান বা সময়ের পূর্বে in এবং ছোট স্থান বা সময়ের পূর্বে at বসে। যেমন - He lives at Azimpur in Dhaka. প্রদত্ত Sentence এ at where দ্বারা Foyot's restaurant কে বোঝানো হয়েছে। সুতরাং সঠিক উত্তর অপশন (খ) ।
will be
become
should become
would become
extend
past
catch
hand
প্রশ্নঃ Could you .... me that file on your desk , please?
বর্ণনাঃ Extend - প্রসারিত করা , (স্থান বা সময় ) বাড়ানো ; Past অতীত , গত; Catch - ধরা, লুফে নেওয়া এবং Hand - হাত , (কাউকে ) দেওয়া বা (কারো) হাতে এগিয়ে দেওয়া । সুতরাং প্রদত্ত বাক্যের শূন্যস্থানে Hand বসালে বাক্যটির অর্থ যথাযথ হবে।
Lord Byron
Michael Madhusudan Dutt
William Blake
Rabindranath Tagore
dependent on others
a very strict person
a saviour
ironical and bitter
প্রশ্নঃ A sarcastic person is someone who is -
বর্ণনাঃ Sarcastic - তীব্র ব্যঙ্গপূর্ণ , শ্লেষাত্মক । অপশনগুলোর মধ্যে Dependent on others - অন্যের উপর নির্ভরশীল । A very strict person -খুব কঠিন শ্লেষাত্মক ও তীব্র । Sarcastic ব্যক্তি হচ্ছেন সেই ব্যক্তি , যিনি হাসি-ঠাট্টামূলক কথার ছলে অন্যকিছু বোঝান তা সাধারণত শুনতে ব্যঙ্গাত্মক হলেও এর অর্থ কটু ও তিক্ত।
expelled us
detained us
scolded us
punished us
প্রশ্নঃ 'Our teacher told us off for being late' The bold faced phrase is closest to
বর্ণনাঃ Tell (sb) off - কারো দুষ্কর্মের হিসাব করা, ভর্ৎসনা করা। অপশনগুলোর মধ্যে Expel - বহিষ্কার করা , বিতাড়িত করা; Detain -আটকে রাখা, বিলম্ব করানো; Scold - তীব্র ভাষায় তিরস্কার করা , ভর্ৎসনা করা এবং Punish শাস্তি দেওয়া, দন্ড দেওয়া। সুতরাং 'told off' phrasal verb এর closest meaning হলো -scolded.
heedless
oscillate
villainous
observant
Greens : Green
Boot : Boots
Goods : Good
Moods : Mood
He heard a shrill cry in the still of night.
He experienced a bad cry at the dark of night
He listened a harsh cry in a calm night,
He was stunned by hearing hue and cry in a black night.
দুঃখিত । আপনি লগ ইন করেন নি। কোন প্রশ্ন কে পরিবর্তন করার জন্য প্রথমে আপনাকে লগ ইন করতে হবে।
বিষয়ভিত্তিক সমাধান
প্রতিষ্ঠানভিত্তিক সমাধান
গুরুত্বপূর্ণ লিংক
আমাদের সিস্টেম ডেভেলপারগণ এই অপশন নিয়ে কাজ করছে । আগামী ৩১ মে অপশনটি শুভ উদ্বোধন করা হবে।
আর মাত্র
বাকি
আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ