City
Site
Slight
Sight
On his way
In his way
With his way
Out of a his way
Put up with
Put up to
Put on with
Put over with
Must
Have to
Shouldn't
Ought
Suspended, emitted
Carried, postponed
Reached,relayed
Marked, transferred
Amass
Produce
Gather
Scatter
Frugal
Economical
Thrifty
Expensive
Forgive
Refuse
Allow
Deprive
Scarce
Acrimonious
Ingenious
Heavenly
Sumptuous
Ostentatious
Modest
Blatant
যোগরূঢ়
যৌগিক
তৎসম
রূঢ়ি
নরপশু
গ্রামান্তর
মনমাঝি
উপনদী
ইংরেজি
ফারসি
ফরাসি
জার্মান
দরদর
মরমর
নড়নড়
করকর
প্রশ্নঃ ধ্বনিবাচক দ্বিরুক্ত শব্দ কোনটি?
বর্ণনাঃ
কোনো কিছুর সবাভাবিক বা কাল্পনিক অনুকৃতি বিশিষ্ট শব্দের রুপকে ধবনাত্মক শব্দ বলে।
এ জাতীয় ধবনাত্মক শব্দের দুবার প্রয়োগের নাম ধ্বনিজ্ঞাপক দ্বিরুক্ত। কড়-কড়, কড়-মড় - অব্যয়; মেঘের শব্দ বা কঠিন জিনিস চিবানোর শব্দ। কড়-কড়ে .
1 শুকনো (কড়কড়ে ভাত);
2 ভঙ্গুর;
3 যা চিবালে কড়কড় করে। কড়-কড়ানি, কড়-মড়ানি বি. কড়কড় বা কড়মড় শব্দ।
এখানে কড়কড় ধ্বনিবাচক দ্বিরুক্ত শব্দ বা অনুকার অব্যয়।
ধ্বনিবাচক বা ধ্বন্যাতক শব্দ ধ্বনির অনুরণন বোঝায়। কোনো কিছু শুকিয়ে অত্যন্ত শক্ত হলে তা ভাঙলে যে শব্দ হয় কড়কড় দ্বারা তা বোঝানো হয়। মরমর যদি মর্মর হতো তাহলে তখন তা ধ্বনিবাচক দ্বিরুক্তি হতো। কারণ মর্মর দ্বারা পাতা ভাঙার আওয়াজ বোঝানো হয়।
কৃৎ প্রত্যয়
তদ্ধিত প্রত্যয়
বাংলা কৃৎ প্রত্যয়
কোনোটিই নয়
শ্রবণ+অ
√শ্রী+অন
√শ্রু +অন
√শ্রব+অন
অক্ষরবৃত্ত
মাত্রবৃত্ত
স্বরবৃত্ত
অমিত্রাক্ষর ছন্দ
প্রশ্নঃ চর্যাপদ কোন ছন্দে লেখা?
বর্ণনাঃ
চর্যাপদ বাংলা ভাষার প্রাচীনতম পদ সংকলন তথা সাহিত্য নিদর্শন।
এটি মাত্রাবৃত্ত ছন্দে রচিত।
নব্য ভারতীয় আর্যভাষারও প্রাচীনতর রচনা এটি।
খ্রিষ্টীয় অষ্টম থেকে দ্বাদশ শতাব্দীর মধ্যবর্তী সময়ে রচিত এই গীতিপদাবলির রচয়িতারা ছিলেন সহজিয়া বৌদ্ধ সিদ্ধাচার্যগণ। বৌদ্ধ ধর্মের গূঢ় অর্থ সাংকেতিক রূপের আশ্রয়ে ব্যাখ্যার উদ্দেশ্যেই তাঁরা পদগুলো রচনা করেছিলেন।
কাশীরাম দাশ
দ্বিজরাম দেব
রামরাম বসু
মুক্তরাম সেন
নাটক
উপন্যাস
গল্প
রম্যরচনা
প্রশ্নঃ 'জন্ডিস ও বিবিধ বেলুন' কোন ধরনের রচনা?
বর্ণনাঃ
সেলিম আল দীন এর লেখা গ্রন্থ হলো-
তাঁর উল্লেখযোগ্য নাটক ও নাট্যগ্রন্থ- সর্প বিষয়ক গল্প ও অন্যান্য নাটক (১৯৭৩), জন্ডিস ও বিবিধ বেলুন (১৯৭৫), বাসন (১৯৮৫), তিনটি মঞ্চ নাটক: মুনতাসির, শকুন্তলা ও কিত্তনখোলা (১৯৮৬),
কেরামতমঙ্গল (১৯৮৮), প্রাচ্য (১৯৯৮), কিত্তনখোলা (১৯৮৯), হাতহদাই (১৯৯৭), যৈবতী কন্যার মন (১৯৯৩), চাকা (১৯৯১), হরগজ (১৯৯২), একটি মারমা রূপকথা (১৯৯৫), বনপাংশুল (১৯৯৬), নিমজ্জন (২০০২), ধাবমান, স্বর্ণবোয়াল (২০০৭), ঊষা উৎসব ও স্বপ্নরমণীগণ (নৃত্যনাট্য, ২০০৭), পুত্র (২০০৮) ইত্যাদি।
গ্রীস
রোম
পারস্য
রাজস্থান
প্রশ্নঃ শাহনামা কোথাকার মহাকাব্য?
বর্ণনাঃ
শাহনামা অথবা শাহ্-নামা পারস্যের (বর্তমান ইরান) কবি ফেরদৌসী দ্বারা লিখিত একটি দীর্ঘ মহাকাব্য।
এটি একই সাথে ইরানের ও সারা বিশ্বের ফার্সি ভাষাভাষী লোকদের জন্য জাতীয় মহাকাব্য। ফেরদৌসী ৯৭৭ থেকে ১০১০ সালের মধ্যে ৩০ বছরের অধিক সময় ধরে এই মহাকাব্য রচনা করেন। শাহনামায় প্রায় ষাট হাজার শ্লোক রয়েছে।
ইরানের ইতিহাস ও ঐতিহ্যকে তুলে আনা হয়েছে এই মহাকাব্যে। শাহনামাতে মূলত ইরানে ইসলাম পূর্ব ও সপ্তম শতাব্দীতে ইসলামী শাসন ব্যবস্থা চালু হওয়ার পরের কাহিনী বর্ণিত হয়েছে।
নিস্+ঠা
নিঃ+ঠা
নিঃ+ষ্ঠা
কোনোটিই নয়
প্রশ্নঃ 'নিষ্ঠা' শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
বর্ণনাঃ
'নিষ্ঠা' শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ নিঃ+ঠা।
বিসর্গের পরে মূর্ধণ্য অঘোষ ধ্বনি (ট, ঠ) থাকলে বিসর্গের জায়গায় মূর্ধণ্য শিশ (ষ) ধ্বনি,
বিসর্গের পরে দন্ত্য অঘোষ ধ্বনি (ত, থ) থাকলে বিসর্গের জায়গায় দন্ত্য শিশ (স) ধ্বনি হয়।
অর্থাৎ,
‘ঃ’-এর পরে ‘চ/ছ’ (তালব্য) থাকলে ‘ঃ’-এর জায়গায় ‘শ’
‘ঃ’-এর পরে ‘ট/ঠ’ (মূর্ধণ্য) থাকলে ‘ঃ’-এর জায়গায় ‘ষ’
নিঃ+চয় = নিশ্চয়,
শিরঃ+ছেদ = শিরশ্ছেদ,
ধনুঃ+টঙ্কার = ধনুষ্টঙ্কার,
নিঃ+ঠুর = নিষ্ঠুর।
পত+অঞ্জলি=পতঅঞ্জলি
অন্তঃ+লিন=অন্তলীন
তথা+এবচ=তথৈবচ
ষট+আনন=ষড়ানন
বহুব্রীহি
কর্মধারয়
দ্বন্দ্ব
তৎপুরুষ
প্রশ্নঃ 'কুশীলব' শব্দটি কোন সমাসের অন্তর্গত?
বর্ণনাঃ
যে সমাসে প্রতিটি সমস্যমান পদের অর্থের সমান প্রাধান্য থাকে এবং ব্যাসবাক্যে একটি সংযোজক অব্যয়(কখনো বিয়োজক)দ্বারা যুক্ত থাকে, তাকে দ্বন্দ্ব সমাস বলে।
উদাহরণ
কুশীলব = কুশ ও লব,
দম্পতি = জায়া ও পতি,
আমরা = তুমি, আমি ও সে,
জন মানব = জন ও মানব,
সত্যাসত্য = সত্য ও অসত্য,
ক্ষুৎপিপাসা = ক্ষুধা ও পিপাসা,
হিতাহিত = হিত ও অহিত,
অহি নকুল = অহি ও নকুল,
তরু লতা = তরু ও লতা,
সাত সতের = সাত ও সতের,
লাভালাভ = লাভ ও অলাভ।
মাধুকরী
মধুকর
অর্বাচীন
অবিমৃষ্যকারী
স্বায়ত্ত্বশাসন
সায়ওশাসন
স্বায়ত্তশাসন
স্বায়ত্বশাসন
দুঃখিত । আপনি লগ ইন করেন নি। কোন প্রশ্ন কে পরিবর্তন করার জন্য প্রথমে আপনাকে লগ ইন করতে হবে।
বিষয়ভিত্তিক সমাধান
প্রতিষ্ঠানভিত্তিক সমাধান
গুরুত্বপূর্ণ লিংক
আমাদের সিস্টেম ডেভেলপারগণ এই অপশন নিয়ে কাজ করছে । আগামী ৩১ মে অপশনটি শুভ উদ্বোধন করা হবে।
আর মাত্র
বাকি
আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ