প্রশ্নঃ 'অপসংস্কৃতি' শব্দটিতে 'অপ' উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে?
বর্ণনাঃ ‘অপসংস্কৃতি’ শব্দে ‘অপ’ উপসর্গটি নিকৃষ্ট অর্থে ব্যবহৃত হয়েছে। এছাড়া, বিকৃত ও বিপরীত অর্থে ব্যবহৃত ‘অপ’ উপসর্গ দ্বারা গঠিত শব্দ যথাক্রম ‘অপমৃত্যু’ ও ‘অপমান’।
'শবদাহ' গুরুচণ্ডালী দোষমুক্ত। সাধু ও চলিত ভাষার মিশ্রণকে গুরুচণ্ডালী দোষ বলে। এখানে 'শব' ও ' দাহ' শব্দ দুটি সাধু ভাষা। তাই শবদাহ শব্দটি গুরুচণ্ডালী দোষমুক্ত।