তৎসম ও ফারসি
তৎসম ও হিন্দি
আরবি ও হিন্দি
ফারসি ও আরবি
প্রশ্নঃ 'চৌহদ্দি ' শব্দটি কোন দুটি ভাষা থেকে আগত শব্দের সমন্বয়ে গঠিত?
বর্ণনাঃ
চৌহদ্দি একটি মিশ্র শব্দ। 'চৌ' সংস্কৃত বা তৎসম এবং 'হদ্দি' আরবি শব্দ। এ দুয়ের সম্মিলনে 'চৌহদ্দি শব্দটি গঠিত (৯ম -১০ম শ্রেণির ব্যাকরণে 'চৌ' শব্দটিকে ফারসি শব্দ হিসেবে উল্লেখ করা হয়েছে । কিন্তু বাংলা একাডেমির আধুনিক বানান অভিধানে বানান অভিধানে 'চৌ' শব্দটিকে সংস্কৃত আবার কোথা ও বাংলা শব্দ হিসেবে উল্লেখ করা হয়েছে।
বর্ণনা ,সুষমা , লবণ
ব্রাহ্মণ, কষ্ট , পোষাক
ঘণ্টা, দ্বেষ, ক্রন্দণ
ভাষণ, গ্রন্থ, জিনিস
প্রশ্নঃ নিচের কোন শব্দগুচ্ছ ণ-ত্ব ও ষ-ত্ব বিধান অনুসারে সঠিক?
বর্ণনাঃ যে বিধি অনুসারে তৎসম শব্দে 'ণ' এর ব্যবহার হয় এবং অতৎসম শব্দে 'ণ' এর ব্যবহার না হয়ে 'ন' এর ব্যবহার হয় , তাকে ণ-ত্ব বিধি বা ণ-ত্ব বিধান বলে এবং তৎসম শব্দের বানানে 'ষ' এর সঠিক ব্যবহারের নিয়মই ষ -ত্ব বিধান। ণ-ত্ব বিধানের নিয়মানুযায়ী , ত বর্গীয় বর্ণের সঙ্গে যুক্ত 'ন' কখনো 'ণ' হয় না। যেমন - অন্ত, গ্রন্থ, ক্রন্দন। ষ- ত্ব বিধানের নিয়ম অনুসারে , খাঁটি বাংলা ও বিদেশি ভাষা থেকে আগত শব্দে 'ষ' হয় না। যেমন - দেশি , জিনিস, পোশাক, মাস্টার। কতগুলো শব্দে স্বভাবতই মূর্ধন্য -ষ হয়। যেমন - আষাঢ়, ভাষা, ভাষণ, ঊষা, পাষাণ ইত্যাদি।
নে + অন = নয়ন
রাজ +নী =রাজ্ঞী
তদ +রুপ = তদ্রুপ
তদ + কাল = তৎকাল
প্রশ্নঃ নিচের কোন সন্ধি বিচ্ছেদটি সঠিক নয়?
বর্ণনাঃ অপশন (গ) সঠিক নয়। কারণ তৎসম ব্যঞ্জনন্ধির নিয়মানুযায়ী বর্গের প্রথম ধ্বনি বা য/র/ল/ব/হ থাকলে প্রথম ধ্বনিটি তৃতীয় ধ্বনিতে পরিণত হয়। যেমন - ক্ + দ্ = গ্ + দ্ --- > বাক্ + দান = বাগদান ট্ +য =ড্ + য -- > ষট্ + যন্ত্র = ষড়যন্ত্র ত্ +র = দ্ +র --> তৎ + রুপ = তদ্রুপ
যৌগিক
মৌলিক
রুঢ়ি
যোগরুঢ়
প্রশ্নঃ যে শব্দ প্রত্যয় বা উপসর্গযোগে মূল শব্দের অনুগামী না হয়ে অন্য কোনো বিশিষ্ট অর্থ বোঝায়, তাকে কোন ধরনের শব্দ বলে?
বর্ণনাঃ
অর্থমূলকভাবে শব্দসমূহ তিনভাগে বিভক্ত। যথা: যৌগিক শব্দ , রুঢ়ি শব্দ, যোগরুঢ় শব্দ । যে শব্দ প্রত্যয় বা উপসর্গযোগে মূল শব্দের অনুগামী না হয়ে, অন্য কোনো বিশিষ্ট অর্থ জ্ঞাপন করে, তাকে রুঢ়ি শব্দ বলে। যেমন - হস্তী = হস্ত + ইন । অর্থ : হস্ত আছে যার, কিন্তু হস্তী বলতে একটি পশুকে বোঝায়। যে সকল শব্দের ব্যুৎপত্তিগত অর্থ ও ব্যবহারিক অর্থ একই রকম, সেগুলোকে যৌগিক শব্দ বলে। যেমন - গায়ক = গৈ + ণক (অক) ; অর্থ : গান করে যে। সমাস নিষ্পন্ন যে সকল শব্দ সম্পূর্ণভাবে সমস্যমান পদসমূহের অনুগামী না হয়ে কোনো বিশিষ্ট অর্থ গ্রহণ করে , তাকে যোগরুঢ় শব্দ বলে। যেমন - পঙ্কজ -পঙ্কে জন্মে যা (উপপদ তৎপুরুষ সমাস)। শৈবাল, শালুক , পদ্মফুল ইত্যাদি নানাবিধ উদ্ভিদ পঙ্কে জন্মে থাকে। কিন্তু পঙ্কজ শব্দটি একমাত্র 'পদ্মফুল' অর্থে ব্যবহৃত হয়। যে শব্দ বিশ্লেষণ করা যায় না বা ভেঙে আলাদা করা যায় না, সেগুলোকে মৌলিক শব্দ বলে। মৌলিক শব্দগুলোই হচ্ছে ভাষার মূল উপকরণ। যেমন - গোলাপ, নাক, লাল , তিন ইত্যাদি।
ড্যাশ
সেমিকোলন
কোলন
হাইফেন
প্রশ্নঃ একটি অপূর্ণ বাক্যের পরে অন্য একটি বাক্যের অবতারণা করতে হলে, কোন যতি চিহ্নটি ব্যবহৃত হয়?
বর্ণনাঃ বাংলা ভাষায় বিরাম বা যতি চিহ্ন ১২ টি। একটি অপূর্ণ বাক্যের পরে অপর একটি বাক্যের অবতারণা করতে হলে কোলন (:) ব্যবহৃত হয়। যেমন - সভায় সাব্যস্ত হলো: এক মাস পরে নতুন সভাপতি নির্বাচিত হবে। যৌগিক ও মিশ্র বাক্য পৃথক ভাবাপন্ন দুই বা তার বেশি বাক্যের সমন্বয় বোঝাতে ড্যাস চিহ্ন ব্যবহৃত হয়। যেমন - তোমরা দরিদ্রের উপকার কর - এতে তোমাদের সম্মান যাবে না - বাড়বে। কমা অপেক্ষা বেশি বিরতির প্রয়োজন হলে, সেমিকোলন বসে। যেমন - সংসারের মায়াজালে আবদ্ধ আমরা; সে মায়ার বাঁধন কি সত্যিই দুশ্ছেদ্য? বাক্য পাঠকালে সুস্পষ্টতা বা অর্থ বিভাগ দেখানোর জন্য কমা ব্যবহৃত হয়। যেমন - সুখ চাও, সুখ পাবে পরিশ্রমে।
পরিষেবা
ষাণ্মাসিক
বিভুতিভূষন
ইতিমধ্যে
নিয়মানুবর্তিতা
নিয়ম নীতি
সদাচারী
শিষ্টাচার
পাদপ
শৃঙ্গী
দ্রুম
বিপিন
প্রশ্নঃ নিচের কোন শব্দটি 'বৃক্ষ' শব্দের সমার্থক নয়?
বর্ণনাঃ
বৃক্ষ শব্দের সমার্থক শব্দগুলো হলো : গাছ, পাদপ, তরু, শাখী , বিটপী, মহীরুহ , দ্রুম , উদ্ভিদ , পল্লবী, শিখরী, পর্ণী ইত্যাদি। বিপিন শব্দের সমার্থক শব্দগুলো হলো : অরণ্য, অরণ্যানী , অটবি , জঙ্গল, কানন, বনানী , কুঞ্জ , কান্তার , গহন।
বিপিন অর্থ ভাগ্যবান।
প্রযোজক ক্রিয়া
যৌগিক ক্রিয়া
অনুক্ত কর্ম
সমধাতুজ ধর্ম
প্রশ্নঃ 'বেশ এক ঘুম ঘুমিয়েছি' এ বাক্যের নিম্নরেখ শব্দটি কোন পদ?
বর্ণনাঃ বাক্যের ক্রিয়া ও কর্মপদ একই ধাতু থেকে গঠিত হলে ঐ কর্মপদকে সমধাতুজ কর্মপদ বলে। যেমন - আর কত খেলা খেলবে। সমধাতুজ কর্মপদ বলে। যেমন - আর কত খেলা খেলবে। সমধাতুজ কর্মপদ অকর্মক ক্রিয়াকে সকর্মক করে। যেমন - বেশ এক ঘুম ঘুমিয়েছি। আর মায়াকান্না কোঁদো না গো বাপু । এমন সুখের মরণ কে মরতে পারে?
চন্দ্রনাথ
পৌষ ফাগুনের পালা
চতুরঙ্গ
রজনী
প্রশ্নঃ নিচের কোন উপন্যাসটির রচয়িতা বঙ্গিকচন্দ্র চট্রোপাধ্যায় ?
বর্ণনাঃ 'রজনী' বঙ্কিমচন্দ্র চট্রোপাধ্যায়ের মনস্তাত্ত্বিক বিশ্লেষণমূলক সামাজিক উপন্যাস । এটি ইংরেজ ঔপন্যাসিক লিটন রচিত " The Last Days of Pompeii, অবলম্বনে রচিত। 'বিপ্রদাস' ও 'চন্দ্রনাথ' শরৎচন্দ্রের উপন্যাস , 'চতুরঙ্গ' রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস ।
ড. মুহাম্মদ এনামুল হক
ড. সুনীতি কুমার চট্রোপাধ্যায়
ড. মুহম্মদ শহীদুল্লাহ
ড. সুকুমার সেন
প্রশ্নঃ 'বাংলাদেশের আঞ্চলিক ভাষার অভিধান' কে সম্পাদনা করেন?
বর্ণনাঃ 'বাংলাদেশের আঞ্চলিক ভাষার অভিধান' (১৯৬৫) ড. মুহম্মদ শহীদুল্লাহ রচিত এবং বাংলা একাডেমি কর্তৃক প্রকাশিত। এটি বাংলা ভাষার প্রথম আঞ্চলিত অভিধান। এটি বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের উপভাষার একটি সংকলন গ্রন্থ।
সমরেশ বসু
শীর্ষেন্দু মুখোপাধ্যায়
সুনীল গঙ্গোপাধ্যায়
প্রেমেন্দ্র মিত্র
প্রশ্নঃ 'সনাতন পাঠক ' কোন সাহিত্যিকের ছদ্মনাম?
বর্ণনাঃ সুনীল গঙ্গোপ্যাধায়ের ছদ্মনাম - সনাতন পাঠক, নীল উপাধ্যায়, নীললোহিত ; সমরেশ বসু - কালকূট ; কৃত্তিবাস ভদ্র- প্রেমেন্দ্র মিত্র; কমলাকান্ত -বঙ্গিমচন্দ্র চট্রোপাধ্যায় ।
অকাট্য যুক্তি
মিথ্যা কথা
অনর্গল কথা
অন্তরে জটিলতা
তীচ্য
প্রাচ্য
অপ্রচীত্য
প্রাচী
ময়ূখ
ব্যোম
জীমূত
আকিঞ্চন
প্রাণের ভয়
প্রাণ যাওয়ার তরে ভয়
প্রাণের নিমিত্ত ভয়
কোনোটিই নয়
প্রশ্নঃ 'প্রাণভয়' শব্দের সঠিক ব্যাসবাক্য কোনটি?
বর্ণনাঃ
প্রাণ হারনোর ভয় ( প্রাণ যাওয়ার ভয় সঠিক হয় কিন্তু এটি নেই বলে প্রাণ হারনোর ভয় উত্তর করা যায়)
ব্যাসবাক্যের মাঝের পদ লোপ পেয়ে যে সমাস হয়, তাই মধ্যপদলোপী কর্মধারয় সমাস।
যেমন - হাসি মাখা মুখ =হাসিমুখ,
সিংহ চিহ্নিত আসন= সিংহাসন
প্রাণ যাওয়ার ভয় = প্রাণভয় ।
মামলার ভয়
অশোভনভাবে বিদ্রুপ করা
ভয়ানক প্রতারণা
সুকঠিন প্রতিজ্ঞা করা
দাড়িঁ
দাড়ি
শশুর
শাশুড়ি
ক্ষুদ্র
সঙ্গে
বিশাল
অভাব
পরিবেদন
চিরকুমার
লবেজান
অভিসার
like
that
after
with
and
or
with
but
প্রশ্নঃ People spend hundreds of dollars each year on gift ; somehow never learn to calibrate their gift expenditures according to personal insight.
বর্ণনাঃ somehow - এর পূর্বে but হবে। সম্পূর্ণ বাক্যটি হলো - People spend hundreds of dollars each year on gift, but somehow never learn to calibarate their gift expenditures according to personal insight. বাক্যটির অর্থ -লোকেরা উপহারে প্রতিবছর শত শত ডলার ব্যয় করে, কিন্তু ব্যক্তি গত অন্তদৃষ্টি অনুযায়ী, তাদের উপহার ব্যয়গুলোর পরিমাপ করা হয় না।
of
with
to
and
প্রশ্নঃ At first glance, space mining seems to sidestep most environmental concerns there is no life on asteroids and thus no habitats trash .
বর্ণনাঃ Trash - এর পূর্বে to বসালে বাক্যটি সম্পন্ন হয়। সম্পূর্ণ বাক্যটি হলো - At first glance , space mining seems to sidestep most environmental concerns there is no life on asteroids and thus no habitats to trash . বাক্যটির অর্থ - এক নজরে খানার স্থানটি বেশি পরিমাণে পরিবেশগত উদ্বেগের দিকে ধাবিত হচ্ছে। গ্রহানুগুলোতে কোন ও জীবন নেই এবং আবর্জনার কোনো জায়গা নেই।
with
form
of
as
প্রশ্নঃ The main environmental problem caused by the production of Greek yogurt is the creation of acid whey a by -product .
বর্ণনাঃ By product - এর পূর্বে as বসালে বাক্যটি সম্পন্ন হয়। অতএব সম্পূর্ণ বাক্যটি হলো - The main environmental problem caused by the production of Greek yogurt is the creation of acid whey as by-product .
of
in
with
by
প্রশ্নঃ Scientists have long known that soot particles facilitate melting darkening snow and ice, limiting its ability to reflect the sun's rays.
বর্ণনাঃ Darkening - এর পূর্বে by হবে। অতএব সম্পূর্ণ বাক্যটি হলো - Scientists have long known that soot particles facilitate melting by darkening snow and ice, limiting is ability to reflect the sun's rays এ বাক্যের অর্থ -বিজ্ঞানীরা দীর্ঘদিন ধরে জানতেন যে, কুয়াশার কণাগুলি তুষার এবং বরফকে অন্ধকারাচ্ছন্ন করে গলিয়ে তোলে, এটি সূর্যের রশ্মিগুলোকে প্রতিফলিত করার ক্ষমতাকে সীমিত করে।
দুঃখিত । আপনি লগ ইন করেন নি। কোন প্রশ্ন কে পরিবর্তন করার জন্য প্রথমে আপনাকে লগ ইন করতে হবে।
বিষয়ভিত্তিক সমাধান
প্রতিষ্ঠানভিত্তিক সমাধান
গুরুত্বপূর্ণ লিংক
আমাদের সিস্টেম ডেভেলপারগণ এই অপশন নিয়ে কাজ করছে । আগামী ৩১ মে অপশনটি শুভ উদ্বোধন করা হবে।
আর মাত্র
বাকি
আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ