ভৌত পরিবেশ হলো প্রাকৃতিক ভূগোলের সেই শাখা যা অশ্বমণ্ডল, বায়ুমণ্ডল ,বারিমণ্ডল ,জীবমণ্ডল,ভূপৃষ্ঠ প্রভৃতি বিষয় নিয়ে আলোচনা করে । সৃষ্টির সময় পৃথিবী ছিল একটি উতপ্ত গ্যাসপিণ্ড , ক্রমে এটি শীতল ও ঘনীভূত হয়। এ সময় পৃথিবীর বাইরের ভারী উপাদানগুলো কেন্দ্রের দিকে জমা হয় আর হালকা উপাদানগুলো উপরের দিকে বিভিন্ন স্তরে জমা হতে থাকে। এসব স্তরকে মণ্ডল বলে।