অঞ্চলভিত্তিক ভৌগোলিক অবস্থান , সীমানা ,পারিবেশিক ,আর্থ-সামাজিক ও ভূ-রাজনৈতিক গুরুত্ব
পৃথিবী বৃত্তের ন্যায় গোলাকার। গোলাকার এই বৃত্তের পরিধি ৩৬০ ডিগ্রি , ব্যাস ১২,৭৬৫ কিলোমিটার এবং ব্যাসার্ধ ৬,৪৩৬ কিলোমিটার। বিজ্ঞানীদের মতে আজ থেকে প্রায় ৫০০ কোটি বছর পূর্বে এক মহা বিস্ফোরণের মাধ্যমে এই গ্রহটি আবির্ভাব ঘটে। পৃথিবী একটি নির্দিষ্ট সময় অন্তর অন্তর তার নিজ অক্ষে এবং সূর্যকে প্রদক্ষিণ করেছে। পৃথিবী নিজ অক্ষে একবার প্রদক্ষিণ করতে সময় লাগে ২৩ ঘন্টা ৫৬ মিনিট এবং পৃথিবী সূর্যকে একবার প্রদক্ষিণ করতে সময় লাগে ৩৬৫ দিন ৫ ঘন্টা ৪৮ মিনিট ৪৭ সেকেন্ড। নিজ অক্ষে পৃথিবী সর্বদা পশ্চিম হতে পূর্বে দিকে প্রদক্ষিণ করছে। এর ফলে দিন ও রাত্রি সংগঠিত হচ্ছে। পৃথিবীর সর্বদা পশ্চিম হতে পূর্বে দিকে প্রদক্ষিণ করছে। এর ফলে দিন ও রাত্রি সংগঠিত হচ্ছে। পৃথিবীর মোট রাষ্ট্রের সংখ্যা ২০৪ টি এবং স্বাধীন রাষ্ট্রের সংখ্যা বেশি আফ্রিকা মহাদেশে। তবে এই স্বাধীন রাষ্ট্রগুলোর মধ্যে ১৯৩ টি দেশ জাতিসংঘের সদস্য। কসোভা ও ভ্যাটিক্যান দুটি স্বাধীন রাষ্ট্র কিন্তু জাতিসংঘের সদস্য নয়। পৃথিবীকে প্রাকৃতিকভাবে প্রধানত দুইভাগে ভাগ করা হয়েছে। যেমন: স্থলভাগ ও জলভাগ। পৃথিবীর স্থলভাগের আয়তন মোট আয়তনের ২৯ ভাগ এবং জলভাগের আয়তন মোট আয়তনের ৭১ ভাগ। পৃথিবীই একমাত্র গ্রহ যেখানে প্রাণ ধারণের জন্য উপযুক্ত পরিবেশ রয়েছে। পৃথিবীর থেকে সূর্যের গড় দূরত্ব -১৪,৯৫,০০,০০০ কিমি। পৃথিবীর একমাত্র উপগ্রহ হল -চাঁদ । পৃথিবীর থেকে চাঁদের দূরত্ব- ৩,৮৪,৪০০ কিমি। পৃথিবীর বৃহত্তম জলপ্রপাত - নায়াগ্রা । বিশ্বের উচ্চতম জলপ্রপাত -নায়াগ্রা । বিশ্বের উচ্চতম জলপ্রধাত -নায়াগ্রা বিশ্বের উচ্চতম জলপ্রপাত -অ্যাঞ্জেলস । পৃথিবীর সর্বাধিক দ্বীপ রাষ্ট্র- ইন্দোনেশিয়া । পৃথিবীর উচ্চতম পর্বতশ্রেণির নাম হিমালয় । পৃথিবীর প্রায় দুই-তৃতীয়াংশ রাবার উৎপন্ন হয়- শ্রীলংকা ও ভারতে । পৃথিবীর বৃহত্তম রেলপথ- ট্রান্স সাইবেরিয়ান রেলপথ। বিশ্বের ব্যস্ততম সমুদ্র বন্দর- সিংঙ্গাপুর সমুদ্র বন্দর । আয়তনে ও জনসংখ্যায় পৃথিবীর ছোট দেশ- ভ্যাটিকান । পৃথিবীর সরু রাষ্ট্র- চিলি। পৃথিবীর সর্ব দক্ষিণের নগরী- পুয়োটা ইউলিয়াম (চিলি)। পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাদেশ- আফ্রিকা । পৃথিবীর ক্ষুদ্রতম মহাদেশ - ওশেনিয়া । আয়তনে ও জনসংখ্যার পৃথিবীর বড় মহাদেশ - এশিয়া আয়তনে ও জনসংখ্যায় পৃথিবীর ছোট মহাদেশ ওশেনিয়া।