রাউটার
অপটিক্যাল ফাইবার
নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড
প্রটোকল
প্রশ্নঃ কোনটি মিডিয়া?
বর্ণনাঃ
তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে মিডিয়া হিসেবে ব্যবহৃত হয় ক্যাবল। অপটিক্যাল ফাইবার বিশেষভাবে প্রস্তুতকৃত ক্যাবল যা উচ্চ গতির ইন্টারনেট ব্যবস্হায় মাধ্যম বা মিডিয়া হিসেবে ব্যবহৃত হয়। রাউটার ও নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড হলো নেটওয়ার্ক ডিভাইস। প্রোটোকল হলো একগুচ্ছ নিয়মাবলি যা দ্বারা নিয়ন্ত্রিত হয় কোনো ইউজার বা ক্লায়েন্ট কোন প্রক্রিয়ায় সার্ভার কম্পিউটার ব নেটওয়ার্ক থেকে তথ্য আদান প্রদান করবে।
অক্টাল
ডেসিমেল
বাইনারী
হেক্সাডেসিমেল
প্রশ্নঃ কম্পিউটারের ডিজিটাল পদ্ধতির অভ্যন্তরে সাধারণত যে সংখ্যা পদ্ধতি ব্যবহার করা হয় তাকে বলে_
বর্ণনাঃ
কম্পিউটার ডিজিটাল পদ্ধতির অভ্যন্তরে যে বিশেষ নম্বর ব্যবহার করে তাকে বাইনারি বা দ্বিমিক পদ্ধতি বলে। এ পদ্ধতিতে শুধু 0 ও 1 ডিজিট দুটি ব্যবহার করে সমস্ত কিছু সম্পন্ন করা হয়। এ ক্ষেত্রে 0 ও 1 এর প্রত্যেককে বলা হয় এক - একটি বিট। 0 বিট বিদ্যুৎের অনুপস্থিতি ও 1 বিট দ্বারা বিদ্যুৎের উপস্থিতি নির্দেশিত হয়।
পাথরের টুকরাটি আগে মাটিতে পড়বে
কাগজের টুকরাটি আগে মাটিতে পড়বে
এরা একই সময়ে মাটিতে পড়বে
উভয়টি শূন্যে ঝুলন্ত থাকবে
স্থিতি শক্তি
গতি শক্তি
ঘর্ষণ শক্তি
যান্ত্রিক
প্রশ্নঃ নদীতে বাঁধ দেয় জলবিদ্যুৎ উৎপাদনের সময় সঞ্চিত জলরাশিতে কোন শক্তি জমা হয়?
বর্ণনাঃ
খরস্রোতা নদীর পানির গতিশক্তি ব্যবহার করে জল বিদ্যুৎ উৎপাদন করা হয়। তবে পানিকে অপেক্ষাকৃত উঁচু স্থানে বাঁধ দিয়ে রেখে দিলে তাতে স্হিতি শক্তি বা বিভব শক্তি সন্ঞ্চিত হয়। বাঁধ থেকে পানি যখন নিচের দিকে ছেড়ে দেয়া হয় তখন সণ্ঞ্চিত বিভব শক্তি গতি শক্তিতে পরিণত হয়, যা টারবাইন ঘুরাতে ব্যবহৃত হয়।
গ্লোমারুলাস
মাইনর কেলিস
নেফ্রন
মেজর কেলিস
নারীর সম অধিকার
মানবাধিকার
মানসম্মত শিক্ষা
জলবায়ু
কারাগারের রোজনামচা
থালা বাটি কম্বল জেলখানার সম্বল
অসমাপ্ত আত্মজীবী
কারাগারের রাতদিন
প্রশ্নঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার কারাগার জীবনে লেখা দিনপঞ্জির নাম দিয়েছিলেন _
বর্ণনাঃ বঙ্গবন্ধু এই গ্রন্থটির নাম দিয়েছিলেন খালা বাটি কম্বল জেলখানার সম্বল কিন্তু এই গ্রন্থটি কারাগারের রোজনামচা নামে প্রকাশিত হয় । সুতরাং সঠিক উত্তর হবে থালা বাটি কম্বল জেলখানার সম্বল।
মাথাপিছু জাতীয় আয়
অর্থনৈতিক দুর্বলতা সূচক
রপ্তানি আয় সূচক
মানবসম্পদ সূচক
প্রশ্নঃ নিচের কোনাটি এলডিসি হতে উত্তরণের যোগ্যতা নয়?
বর্ণনাঃ
স্বল্পোন্নত দেশের অন্তর্ভুক্তি বা উত্তরণের সূচকগুলো হচ্ছে তিন বছরের মাথাপিছু মোট জাতীয় আয় ( GNI), পুষ্টি, স্বাস্থ্য, স্কুলে ভর্তি ও স্বাক্ষরতার হারের সমন্বয়ে তৈরি মানব সম্পদ সূচক (HAI) এবং প্রাকৃতিক দূর্যোগ, বাণিজ্য ও অর্থনৈতিক - আঘাত, জনসংখ্যার পরিমাণ এবং বিশ্ববাজার থেকে একটি দেশের দূরত্বের ওপর ভিত্তি করে তৈরি আর্থিক ভঙ্গুরতা সূচক ( EVI)।
জাপান
কোরিয়া
আমেরিকা
চীন
প্রশ্নঃ Ping pong Diplomacy কোন দেশের সাথে সম্পর্কিত ?
বর্ণনাঃ
১৯৭১ সালে টেবিল টেনিস বিশ্বকাপে অংশগ্রহণ করতে জাপানে আসা মার্কিন খেলোয়াড়দের দেশের মাটিতে আমন্ত্রণ জানায় চীন। এক সপ্তাহ স্হায়ী সেই সফরে বিখ্যাত মার্কিন খেলোয়াড় গ্লেন কয়ান মুখোমুখি হয়েছিলেন তিনবারের বিশ্বসেরা ঝুয়াং ঝেদংয়ের। এর সূত্র ধরেই ১৯৭২ - এ প্রথম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে চীন সফরে আসেন রিচার্ড নিক্সন। অর্থাৎ পিংপং বা টেবিল টেনিসকে ঘিরে চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে যে কূটনৈতিক সম্পর্ক গড়ে উঠেছিল তাই পিংপং ডিপলোমেসি নামে পরিচিত।
Danane Town
Fish Town
Dalaba
Freetown
প্রশ্নঃ 'Bangladesh Road ' কোন শহরের একটি সড়কের নাম?
বর্ণনাঃ
পশ্চিম আফ্রিকার দেশ আইভরি কোস্টের সর্বপশ্চিমের লাইবেরিয়া ও গিনির সীমান্তবর্তী শহর Danane town। শহরটির স্হানীয় কর্তৃপক্ষ বাংলাদেশি শান্তিরক্ষীদের অবদানের স্বীকৃতিস্বরূপ ২০০৭ সালে ' Bangladesh Road ' নামে সেখানকার একটি রাস্তার নামকরণ করে।
২
৫
৬
৮
৬টি
৭টি
৮টি
৯ টি
চীন
ভারত
পাপুয়া নিউ গিনি
রাশিয়া
একটি পানিবাহিত রােগ
পৃথিবীর ক্ষুদ্রতম জীবাশ্ম
অতি ক্ষুদ্রতম জীবাশ্ম
অতি ক্ষুদ্র সপুষ্প উদ্ভিদ
ফকির মজনু শাহ
মঙ্গল পাণ্ডে
সৈয়দ নিসার আলী
নেতাজী সুভাষ চন্দ্র বসু
মতৈক্য ও সমঝোতা
ঐক্য ও সংহতি
ভাষা ও সংস্কৃতি
ভাষা ও আচার -অনুষ্ঠান
প্রথম
দ্বিতীয়
তৃতীয়
চতুর্থ
প্রশ্নঃ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের কোন ভাগের অনুচ্ছেদসমূহ জাতীয় সংসদ সংশোধন করতে পারে?
বর্ণনাঃ
বাংলাদেশ সংবিধানের প্রথম ভাগের ১৪২ অনুচ্ছেদে যাহা কিছুই থাকুক না কেনো, সংবিধানের প্রস্তাবনা প্রথম, দ্বিতীয় ও তৃতীয় ভাগের সকল অনুচ্ছেদ, নবম - ক ভাগে, একাদশ ভাগের ১৫০ অনুচ্ছেদসমূহ, অন্যান্য মৌলিক কাঠামো সংক্রান্ত অনুচ্ছেদসমূহের বিধানবলি সংযোজন, পরিবর্তন, প্রতিস্থাপন, রহিতকরণ কিংবা অন্য কোনো পন্হায় সংশোধনের অযোগ্য হবে। সুতরাং চতুর্থ ভাগের অনুচ্ছেদ সংশোধন করতে পারে।
doctrine of basic structure of the constitution
separation of judiciary
illegality of Martial Law
secularism in the constitution
১০২ (খ) (আ)
১০২ (খ) (অ)
১০২ (ক) (আ)
১০২ (ক) (অ)
প্রশ্নঃ Writ of Quo-Warranto এর উল্লেখ রয়েছে সংবিধানের কোন অনুচ্ছেদে?
বর্ণনাঃ
সংবিধানের ১০২(খ) (আ) অনুচ্ছেদে বলা হয়েছে কোনো সরকারি পদে আসীন বা আসীন বলিয়া বিবেচিত কোনো ব্যক্তিকে তিনি কোনো কর্তৃত্ববলে অনুরূপ পদমর্যাদায় অধিষ্ঠানের দাবি করিতেছেন, তাহা প্রদর্শনের নির্দেশ প্রদান করিয়া উক্ত বিভাগ আদেশ দান করিতে পারিবেন।
১৫
১৬
১৭
১৮ ক
প্রশ্নঃ সকল বালক-বালিকাকে অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষাদানের কার্যকর ব্যবস্থা গ্রহণের বিষয়ে রাষ্ট্রের দায়িত্বের কথা সংবিধানের কোন অনুচ্ছেদে বলা হয়েছে?
বর্ণনাঃ
সংবিধানের দ্বিতীয় ভাগের ১৭ এর (ক), (খ), (গ) অনুচ্ছেদে অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষাদানের কার্যকর ব্যবস্হা গ্রহণের বিষয়ে রাষ্ট্রের দায়িত্বের কথা বলা হয়েছে।
Second Amendment case
Third Amendment case
Fourth Amendment case
Fifth Amendment case
James Spenser
James Stuart
James stephen
James Steven
প্রশ্নঃ The Evidence Act , 1872 প্রণয়ন করেন_
বর্ণনাঃ
১৮৩৫ সালে ১০ নং আইন দ্বারা সাক্ষ্য আইন প্রথম বারের মতো বিধিবদ্ধ ভাবে প্রণয়ন করা হয়।১৮৩৫ থেকে ১৮৫৫ সালের অনেক আইন জারি হয়। এদের মধ্যে ১৮৫৫ সালে ২ নং আইন উল্লেখযোগ্য হলেও সবশেষে স্যার জেমস্ স্টিফেন - এর তৈরি সাক্ষ্য আইন ১৮৭২ (১ নং আইন) সাক্ষ্য আইন হিসেবে ১৫ মার্চ ১৮৭২ প্রকাশ পায় এবং ১ সেপ্টেম্বর ১৮৭২ তা কার্যকর হয়।
সার্টিফাইড কপি অব রেজিষ্টার্ড পাওয়ার অব এটর্নি
তদন্তকালে পুলিশের দিনপঞ্জী
গ্রেফতারী পরোয়ানা
কমনওয়েলথ সচিবালয়ের দাপ্তরিক পত্র
প্রশ্নঃ The Evidence Act, 1872 এর ৭৪ ধারা অনুযায়ী নিচের কোন দলিলটি Public Document নয়?
বর্ণনাঃ
'সাক্ষ্য আইন ১৮৭২' - এর ৭৪ ধারা অনুসারে ১. যে সমস্ত দলিল (ক) কোনো সার্বভৌম কর্তৃপক্ষের, (খ) সরকারি প্রতিষ্ঠান বা ট্রাইব্যুনালের, (গ)বাংলাদেশের বা কমনওয়েলথের কোনো অংশের বা বিদেশের আইন প্রণয়নকারী, বিচার বিভাগীয়, শাসন বিভাগীয় কোনো অফিসারের কার্য,
২. সরকারিভাবে রক্ষিত ব্যক্তিগত দলিল ( আদালতের আরজি ও লিখিত জবাব, রায়, রেজিস্ট্রিকৃত দলিল) ইত্যাদি Public Document।
অর্থাৎ (খ) অপশনে প্রদত্ত তদন্তকালে পুলিশের দিনপঞ্জি Public Document নয়।
ম্যাজিস্ট্রেট বাতিত অন্য কারো নিকট মৃত্যুকালীন ঘোষণা দেয়া যায় না
পুলিশের কাছে মৃত্যুকালীন ঘোষণা দিলে তা গ্রহণযোগ্য নয়
মৃত্যুকালীন ঘোষণা কেবল ডাক্তার এর সামনে দেয়া যাবে
মৃত্যুকালীন ঘোষণা যে কোনো ব্যক্তির সামনে দেয়া যাবে
প্রশ্নঃ মৃত্যুকালীন ঘোষণার ক্ষেত্রে নিচের কোনটি সঠিক?
বর্ণনাঃ
সাক্ষ্য আইন ১৮৭২ - এর ৩২(১) ধারায় বলা হয়েছে, যে ক্ষেত্রে মৃত ব্যক্তির মৃত্যুর কারণ সম্পর্কে প্রশ্ন উঠে, সেক্ষেত্রে ঐ মৃত ব্যক্তি তার মৃত্যুর কারণ সম্পর্কে বিবৃতি দিয়ে থাকলে তা সাক্ষ্য হিসেবে গ্রহণযোগ্য যে কোনো ব্যক্তির নিকট বিবৃত সাক্ষ্য পরবর্তীতে মৃত্যুকালীন ঘোষণা ( Dying Declaration) হিসেবে গ্রহণযোগ্য হবে।
সরাসরি বাতিল করবে
অসামঞ্জস্যপূর্ণ হলে বাতিল করবে
প্রাপ্ত অধিকারকে ক্ষুন্ন করবে না
এর কোনোটি প্রযোজ্য হবে না
প্রশ্নঃ কোনো আইন পূর্ববর্তী আইনকে বাতিল করে প্রবর্তিত হলে ঐ আইন পূর্ববর্তী বাতিলকৃত আইনের অধীনে যথাযথভাবে কৃত বা ব্যাহত কোনো কার্যক্রম _
বর্ণনাঃ
প্রাপ্ত অধিকারকে ক্ষুণ্ন করবে না যদি পূর্ববর্তী আইনের অধীনে যথাযথভাবে কৃত বা ব্যাহত কোনো কার্যক্রম হয়ে থাকে। পূর্ববর্তী আইন বাতিল হওয়ার সময় থেকে সংগঠিত কোনো কার্য, বাতিল পরবর্তী নতুন আইন অনুসরণ করবে।
দুঃখিত । আপনি লগ ইন করেন নি। কোন প্রশ্ন কে পরিবর্তন করার জন্য প্রথমে আপনাকে লগ ইন করতে হবে।
বিষয়ভিত্তিক সমাধান
প্রতিষ্ঠানভিত্তিক সমাধান
গুরুত্বপূর্ণ লিংক
আমাদের সিস্টেম ডেভেলপারগণ এই অপশন নিয়ে কাজ করছে । আগামী ৩১ মে অপশনটি শুভ উদ্বোধন করা হবে।
আর মাত্র
বাকি
আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ